কুড়িগ্রাম লাল সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন

কুড়িগ্রাম প্রতিনিধি: শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত লাল-সবুজ উন্নয়ন স্বেচ্ছসেবী সংঘের উদ্যোগে আজ বুধবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার, থানার সামনে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য নাজমুল ইসলাম নিহাদ, বায়েজিদ বোস্তামি জিন্না, আরিফুল ইসলাম, শাকিল হাসান আমিন, মাসুদ আমিন বায়েজিদ, মোঃ মিন্টু প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল বলেন- আমরা প্রতিবছর শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে তাদের মঝে এক লাখ গাছের চারা বিতরণ করে থাকি। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও ৬০ টি জেলায় গাছের চারা বিতরণ করা হয়েছে।

তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা দিয়ে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ করান ।

শিক্ষার্থীরা বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নেয়।