ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেটে নেতৃত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটার কুইন্টন ডি কক। তবে দীর্ঘমেয়াদে নয়, আপাতত ২০২০-২১ মৌসুমের জন্যই ডি-কককে এই ফরম্যাটের দায়িত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আজ শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে ডি-কককে দক্ষিণ আফ্রিকানদের টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই এই ফরম্যাটে ডি-ককের নেতৃত্বের অভিষেক হবে।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়ানশিপের অধীনে ‘বক্সিং-ডে’ ও ‘নিউ ইয়ার’ মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর। পরেরটি শুরু হবে ৭ জানুয়ারি, সেটি অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল : কুইন্টন ডি-কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, ফাফ দু প্লেসি, বিউরান হেনড্রিকস, ডিন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডাসেন, স্যারেল ইরউই, আনরিক নরকিয়া, গ্লেন্টন স্টুয়ারম্যান, ভিয়ান মুল্ডার, কিগান পিটারসেন, কাইল ভেরেইন।