দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কা, ২ ভাই নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে চলন্ত বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা দিলে দুই ভাই নিহত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে চুকনগর-যশোর মহাসড়কের সন্ধানী লাইফ ইনস্যুরেন্স অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডুমুরিয়ার রোস্তমপুর গ্রাম থেকে আমজাদ শেখের ছেলে সাব্বির হোসেন (১৪) ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে তার মা নাসিমা বেগম ও ছোট ভাই রাকিব শেখকে (৪) নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তারা ভ্যানটি থামিয়ে সেটির ওপর বসে ছিলেন। তখন চুকনগর বাসস্ট্যান্ড থেকে বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৩০০) নরনিয়া মাদ্রাসা সংলগ্ন বাস টার্মিনালে যাচ্ছিলো। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দেয়। এতে শিশু রাকিব শেখ ঘটনাস্থলে ও সাব্বির হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

স্থানীয় সূত্র জানায়, বাসস্ট্যান্ড থেকে টার্মিনালে যাওয়ার জন্য হেলপার বাস চালাচ্ছিলেন। বাসের গতি দ্রুত থাকার কারণে দুর্ঘটনা ঘটে।

চুকনগর হাইওয়ে থানার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, বাসটি আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান রেজাউল করিম রেজা।