বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায়।
আসরের শুরুতে প্রথম তিন ম্যাচে হেরেছিল মুশফিকের দল। পরে, টানা চার ম্যাচ জিতে প্লে অফে তৃতীয় দল হিসেবে জায়গা করে নেয় তারা। এলিমিনেটর ম্যাচে বরিশালকে ৯ রানে হারিয়ে কোয়ালিফায়ারে উঠে বেক্সিমকো ঢাকা।
অন্যদিকে, পুরো আসরে অসাধারণ ক্রিকেট খেলেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। ৮ ম্যাচের মধ্যে ৭টিতে জিতে শীর্ষ দল হিসেবে কোয়ালিফায়ারে নাম লেখায় তারা। কিন্তু সেখানে এসেই হোঁচট খায়। খুলনার বিপক্ষে ৪৭ রানে হেরে যায় সালাহউদ্দিন বাহিনী।
আজকের ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে জেমকন খুলনার। ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।