চাঁদপুরের হাজীগঞ্জে দশ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাসুদ মিজি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মাসুদ মিজি হাজীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী।
জানা গেছে, দশ বছরের ওই শিশুটি তার মায়ের জন্য চা আনতে বাড়ির পাশের দোকানে যায়। এ সময় পথে একা পেয়ে শিশুটিকে মুখ চেপে ধরে মাসুদ মিজি তার বসতঘরে নিয়ে যায়। পরে ঘরে নিয়ে শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে মাসুদ মিজি। এসময় শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন বিশেষ আইনে মামলা দায়েরের চেষ্টা চলছে।