নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় এক ইউপি সদস্যসহ গ্রেফতার ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় এক ইউপি সদস্যসহ আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, একলাশপুর ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সোহাগ ও মামলার ৫ নং আসামি সাজু।

বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, গতরাতে সাজুকে ঢাকার শাহবাগ থেকে এবং সোহাগ মেম্বারকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে ২২ ধারায় ভুক্তভোগীর দেওয়া জবানবন্দিতে সোহাগের নাম উঠে আসায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।



এদিকে, প্রধান আসামী বাদলকে আজ আদালতে তোলা হবে। অন্যদিকে, এখনো র‍্যাব হেফাজতে দেলোয়ার। এর আগে দুই আসামি আবদুর রহিম ও রহমত উল্লাহকে ২ মামলায় ৩ দিন করে ৬ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গৃহবধূর ঘরে ঢুকে স্বামীকে পাশের কক্ষে বেঁধে রেখে তাকে ধর্ষণের চেষ্টা করেন বাদল ও তার বাহিনী। ওই সময় গৃহবধূ বাধা দিলে তারা তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্রধারণ করা হয়।