মাত্র ৬ সেকেন্ডেই গোল করে এসি মিলানের ২১ বছর বয়সী ফরোয়ার্ড রাফায়েল লিয়াও রেকর্ড গড়লেন। ফলে ইতালিয়ান লিগ সিরিআ’র ইতিহাসে দ্রুততম সময়ে গোলের রেকর্ড এখন এই পর্তুগিজ তারকার দখলে। গতকাল রোববার সাসসুয়োলোর বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচটিতে ৬ সেকেন্ডেই গোল করেন রাফায়েল।
এর আগে, সিরিআ-তে দ্রুততম সময়ে গোলের আগের রেকর্ডটি ছিল পাওলো পজ্জির। ২০০১ সালে পিয়াসেনজার হয়ে ফিওরেন্তিনার বিপক্ষে ৮.৯ সেকেন্ডে গোল করেছিলেন এই ইতালিয়ান স্ট্রাইকার।
গতকাল রোববার সাসসুয়োলোর বিপক্ষে জয় লাভ করায় ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল এসি মিলান। অন্যদিকে সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।