রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
জামিন না পাওয়া দুজন হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সহসভাপতি মোঃ নাজমুল হুদা।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আদালতে জামিন শুনানি করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন।
এর আগে গত ১১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মগবাজার ও আজিমপুর থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাঁদের দুই দিন করে রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে ১৫ অক্টোবর তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।