পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মন্ত্রী বানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

পর্যটন ও সৃজনশীল অর্থনীতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী সানদিয়াগা উনো। প্রেসিডেন্ট জোকো উইদোদো তাঁর প্রতিদ্বন্দ্বীকে মন্ত্রিসভায় নিযুক্ত করেছেন।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার স্টেট প্যালেসে সানদিয়াগাসহ নতুন ছয় মন্ত্রীর নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ‘আমি একজনকে পরিচয় করিয়ে দিতে চাই, যদিও আমি বিশ্বাস করি তাঁকে আমরা সবাই চিনি, সানদিয়াগা সালাহুদিন উনো। তিনি সাবেক গভর্নর ও ইন্দোনেশিয়ার যুব উদ্যোক্তা সমিতির চেয়ারম্যান। তিনি ট্যুরিজম অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত হবেন।’

২০১৮ সালে গভর্নর পদ থেকে সরে এসে ২০১৯ সালে জোকো উইদোদোর প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন সানদিয়াগা।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে উইদোদো ও তাঁর ভাইস প্রেসিডেন্ট রানিংমেট ৫৫.৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। বিপরীতে তাদের প্রতিদ্বন্দ্বী সানদিয়াগা উনো ও তাঁর রানিংমেট ৪৪.৫ শতাংশ ভোট পেয়েছিলেন।