গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও পুরুষ নিহতের ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকালে ট্রেন লাইন দিয়ে দুজনে হাঁটছিলেন এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রেনের কাটা পড়ে ওই নারী ও পুরুষ।
এখন পর্যন্ত নিহতদের কোনও পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ প্রায় এক ঘণ্টার মতো বন্ধ ছিল। তবে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
লাইন ম্যান মোশারফ হোসেন জানান, নীলসাগর এক্সপ্রেসের নিচে পড়ে কাটা পড়েন ওই দুজন। আমরা তাদের পরিচয় জানার চেষ্টা করছি।