সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। গ্রেফতার তরিকুল ইসলাম আশাশুনি উপজেলার নাসিমাবাদ গ্রামের সেয়াবুল ইসলামের ছেলে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার শ্যামনগর উপজেলার পূর্ব কাশীমাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডি সাতক্ষীরার বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান জানান, গত ৫ অক্টোবর সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাসিমাবাদ গ্রামে সাত বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনায় ৬ অক্টোবর আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩) এর (৯)১ ধারায় তরিকুল ইসলামকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়। এরই মধ্যে তরিকুল পালিয়ে যায় এবং ভারতে পালিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকে।
এরপর, সিআইডির দুটি টিম অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার পূর্ব কাশীমাড়ী থেকে তরিকুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তরিকুল ইসলাম সিআইডির কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে।