রাজধানীর বারিধারা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মজনু (৪৫) নামে এক জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় মজনুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মজনুর ভাতিজা মোমেন জানান, চাচা কাজে বের হয়েছিলেন। ভোর ৪টায় রাস্তা পারাপার হতে গেলে ট্রাক ধাক্কা দেয়।
মজনুর বাড়ি শেরপুর সদর উপজেলার ভেটনারি গ্রামে। তার বাবার নাম শানু মিয়া।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় এ দুর্ঘটনার কথা জানানো হয়েছে।