সিডনি টেস্টের দলে ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াতে ইনজুরি থেকে সিডনি টেস্টের দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। চার টেস্টের বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই ম্যাচের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১৮ সদস্যের ওই দলে আছেন ওয়ার্নার। তবে খারাপ ফর্মের কারণে বাদ পড়েছেন অন্য ওপেনার জো বার্নস।

এর আগে ওয়ার্নারের ইনজুরি মুক্ত হয়ে খেলা নিয়ে সংশয় প্রকাশ করেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। ব্যাটিং করতে পারলেও ফিল্ডিং-রানিং নিয়ে তার ছিল কিছু অস্বস্তি। তবে সিডনি টেস্টের এখনও এক সপ্তাহ বাকি। ওয়ার্নারও ভালো উন্নতি করেছেন বলে তাকে রাখা হয়েছে দলে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভিস হর্নস বলেছেন, ‘ইনজুরি থেকে ওয়ার্নার দারুণ উন্নতি করেছে। তাকে সিডনি টেস্ট খেলার সব ধরনের সুযোগ দেওয়া হবে। টেস্টেরও এখনও এক সপ্তাহ বাকি। তবে জো বার্নস তার সেরাটা দেখাতে পারেনি। নির্বাচকদের প্রত্যাশা সে মেটাতে পারেনি।’

ওয়ার্নার ছাড়াও দলে ফিরেছেন উইল পুকোভস্কি এবং শেন অ্যাবট। পুকোভস্কি টেস্ট অভিষেকের পথে ছিলেন। কিন্তু অনুশীলনে কনকাশন ইনজুরির কারণে তাকে বাইরে রাখা হয়। হর্নস জানিয়েছেন, পুকোভস্কিও এখন সিডনি টেস্ট খেলার জন্য প্রস্তুত।

অস্ট্রেলিয়ার দল: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ অধিনায়ক), শেন অ্যাবট, ক্যামেরুন গ্রিন, জর্জ হ্যাজলউড, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, ময়েস হেনরিক, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মাইকেল স্ট্রাক, মিশেল সিপশন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।