প্রেসিডেন্টস কাপে শান্তর কাছে মাহমুদউল্লাহর হার

প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলকে হারিয়ে দিলো তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন একাদশ ১৯৬ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ৪০ রান করেন জাতীয় দলের তারকা ওপেনার ইমরুল কায়েস। নুরুল হাসান সোহান ফেরেন ১৪ রানে। আর সাব্বির রহমান রুম্মন করেন ২২ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে অনূর্ধ্ব-১৯ দল থেকে আসা তৌহিদ হৃদয় (৫২) ও ইরফান শুক্কুরের (৫৬*) ফিফটির সাহায্যে ৫৩ বল বাকি থাকতেই চার উইকেটের জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর একাদশ।

দারুণ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন তৌহিদ হৃদয়। ম্যাচসেরা বোলার তাসকিন আহমেদ, সেরা ব্যাটসম্যান ইরফান শুক্কুর এবং সেরা ফিল্ডার রিশাদ আহমেদ।