রাজধানীর কাকরাইলে নিজ বাসায় মা ও ছেলেকে গলাকেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম রায়ের দিন ধার্য করেন।
আদালতের সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ এ মামলায় যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রায়ের দিন ধার্য করেন।’
মামলার বাদীপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে, তাই আসামির সর্বোচ্চ শাস্তি কামনা করছি।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/এ নম্বর বাড়িতে পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী আবদুল করিমের স্ত্রী শামসুন্নাহার (৪৫) ও তাঁর ছেলে শাওনকে (ও লেভেল শিক্ষার্থী) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই বছরের ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই মোঃ আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, তাঁর দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা ও মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় আব্দুল করিম, শারমীন মুক্তা ও জনি গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন।
পরবর্তীতে ২০১৮ সালের ১৬ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন। এরপর মামলা বদলি হয়ে এলে ২০১৯ সালের ৩১ জানুয়ারি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।