সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দুর্নীতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘উন্নয়ন প্রকল্পে দুর্নীতি নিয়ে এক ধরনের জোয়ার উঠেছে।’
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে ‘উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের খসড়া রূপরেখা চূড়ান্তকরণ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তরের জ্যেষ্ঠ সচিব, অতিরিক্ত সচিব, বিভিন্ন বিভাগের প্রধান, মহাপরিচালক, নির্বাহী পরিচালক, যুগ্ম প্রধান, উপপ্রধান, উপসচিব পর্যায়ের মোট ৫৮ জন কর্মকর্তা অংশ নেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি যেখানে যাই, সেখানেই আমাকে দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয়। এতে খুবই বিব্রত হই। বিরক্ত হই। দুর্নীতি তো কোনো প্রশ্নের বিষয় নয়। এটা একটা ক্রিমিনাল ম্যাটার। পকেটমার একটা ক্রিমিনাল বিষয়। এটা নিয়ে আলোচনা করা, সেমিনার করার কোনো অর্থ হয় না। পকেটমার কী, আমরা বুঝি-জানি।’
বিভিন্ন টিভি প্রোগ্রামে অংশ নেওয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘এসব জায়গায় সঞ্চালকরা দুর্নীতি নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন করেন।’ তিনি বলেন, ‘দুর্নীতি নিয়ে আলোচনার কিছু নেই, গবেষণা করারও কিছু নেই। দুর্নীতি হচ্ছে, অবশ্যই হচ্ছে। দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থাও আমাদের কাছে আছে। দুর্নীতি হলে কী করতে হবে, সেই বিধান তো আমাদের বইপত্রে আছে। আমরা এর বাইরে কিছু করতে পারবো না। যদি এটা কম হয়, হলে সরকারকে প্রশ্ন করেন, তাহলে সরকার এটা বাড়াবে।’
এম এ মান্নান বলেন, ‘এটা এক ধরনের জোয়ার। কিন্তু বাস্তবে স্বীকার করতে হবে জনগণের মধ্যে যেটা আছে, নিশ্চয় এর ভিত্তি একটা আছে। ’ নাহলে এত আলোচনা কেন হচ্ছে বলেও তিনি প্রশ্ন রাখেন।