নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ৪ জনকে আদালতে হাজির

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ার সহ ৪ জনকে আদালতে নেয়া হয়েছে।

আজ সকালে ঘটনার মুলহোতা ও ধর্ষন মামলার আসামী দেলোয়ারকে নারায়নগঞ্জ থেকে, মামলার ৯ নাম্বার আসামী শামছুদ্দিন সুমনকে হবিগঞ্জ থেকে, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ কে নোয়াখালী কারাগার থেকে এবং কালামকে ৭ দিনের রিমান্ড শেষে নোয়াখালী আদালতে নেয়া হয়েছে।

জেলা জজ আদালতের সহকারী সরকারী কৌসুলি (এপিপি) আশ্রাফুল ইসলাম মাসুদ জানান, আজ সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাশফিকুল হক এর ১ নং আমলী আদালতে আসামীদেরকে তোলা হয়।
 
এর মধ্যে দেলোয়ারের গ্রেফতার আবেদন মঞ্জুর করা হয়েছে। মামলার ৭ নাম্বার আসামী সামছুদ্দিন সুমনকে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। 

অন্য আসামী ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ নিজে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে। তারপক্ষে কোনো আইনজীবী ছিলো না। 

এদিকে মামলার ৩ নাম্বার আসামী কালাম ৭ দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার কথা রয়েছে।

এ নিয়ে এ মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৭জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।