গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন ব্রাজিল দলের সেরা তারকা নেইমার। হ্যাটট্রিক করেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। তাঁর সঙ্গে জালের দেখা পেয়েছেন রিচার্লিসন। ফলে পেরুর মাঠ থেকে দুর্দান্ত জয় নিয়ে তুলে নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
পেরুর এস্তাদিও ন্যাসিওনাল দে লিমায় আজ বুধবার সকালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে পেরুকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। এ নিয়ে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে টানা দ্বিতীয় জয় পেল তিতের দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে হারিয়ে মিশন শুরু করেছিল সেলেসাওরা।