ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল ও সমাবেশ করেছেন নারীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে ১২ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে শুরু হয় শেকল ভাঙার পদযাত্রা কর্মসূচি। এটি শাহবাগ থেকে সিটি কলেজ, কলাবাগান হয়ে মানিকমিয়া অ্যাভিনিউয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তাদের মূল দাবি ধর্ষণ ও যৌন সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে নারীদের ওপর যৌন এবং সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে।