পদ্মা সেতুর ৩৩তম স্প্যান বসছে কাল

সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার বসানো হতে পারে পদ্মা সেতুর ৩৩ তম স্প্যান ১সি। এ স্প্যানটি বসবে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর ৩ ও ৪ নম্বর পিলার এর ওপর। ভাসমান ক্রেন তিয়ান-ই এর মাধ্যমে পিলারের ওপর এ স্প্যানটি স্থাপন করা হবে। স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হবে সেতুর ৪,৯৫০ মিটার।

সোমবার (১৯ অক্টোবর) সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন ৩ হাজার ১৫০ টন ওজনের ধূসর রঙ এর ৩৩তম স্প্যানটি নিয়ে রওনা হবে ৩ ও ৪ নম্বর পিলারের উদ্দেশে। এর আগে গত ১১ অক্টোবর বসানো হয় পদ্মা সেতুর ৩২তম স্প্যানটি। নয়দিনের মাথায় বসতে যাচ্ছে এ স্প্যান। ৩২তম স্প্যানের চার মাস আগে গত ১০ জুন বসানো হয় পদ্মা সেতুর ৩১তম স্প্যানটি।

পদ্মা সেতুর প্রকৌশলী (মূল সেতু) মো: হুমায়ুন কবির জানান, আগামীকাল পদ্মা সেতুর ৩৩তম স্প্যান বসানোর প্রোগ্রাম রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকালই বসানো হবে ৩৩তম স্প্যানটি। এটি বসবে সেতুর ৩ ও ৪ নম্বর (পিয়ার) পিলারের উপর। এর আগে বন্যা ও পদ্মা নদীতে প্রবল স্রোত থাকার কারণে ৪ মাস পর গত ১১ অক্টোবর বসানো হয় ৩২তম স্প্যানটি।   

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।