প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে বিদেশে পালিয়ে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদার দেশে ফিরলেই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে দেশে ফিরে আইনের হেফাজতে থেকে যেন পি কে হালদার পাওনাদারদের টাকা পরিশোধে সহযোগিতা করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে পি কে হালদারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
এর আগে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পি কে হালদার দেশে ফিরতে হাইকোর্টে আবেদন করেন।
গত ২১ জানুয়ারি তিন হাজার ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে পি কে হালদারসহ ১৯ জনের সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট আটকানোর নির্দেশ দেন হাইকোর্ট।