রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ৬টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন এনটিভি অনলাইনকে বলেন, আজ সকাল ৬টা ৫০ মিনিটে বিডিবিএল ভবনের ওপরের তলায় আগুন লাগে। এরপর সেখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মাহফুজ রিবেন আরো জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা সম্ভব হয়নি। এমনকি কোনো হতাহতের খবরও আমরা পাইনি।