ভারতে অনলাইন গেমে ৪০ হাজার রুপি ব্যয় করে কিশোরের আত্মহত্যা

ভারতের মধ্যপ্রদেশে অনলাইন গেম ‘ফ্রি ফায়ার’ খেলতে খেলতে ৪০ হাজার রুপি খরচ করার পর আত্মহত্যা করেছে এক ১৩ বছরের কিশোর। মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে রেখে যায় এই কিশোর। সেটা থেকেই এত টাকা খরচের বিষয়টি জানা যায়। শনিবার (৩১ জুলাই) এসব জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিনই কিশোরের মা জানতে পারেন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেড় হাজার রুপি কেটে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি ছেলেকে ফোন করে জানতে চান, কেন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হল। ওই কিশোর জানায়, ‘ফ্রি ফায়ার’ নামক একটি অনলাইন গেম খেলতে গিয়ে ওই টাকা খরচ করে ফেলেছে সে। বিষয়টি শুনেই অত্যন্ত রেগে গিয়ে ছেলেকে বকাঝকা করেন মা। আর এরপরেই ঘরে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই কিশোর।

ঘটনার তদন্তে নেমে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। তাতে ছেলেটি লিখেছে, ওই অনলাইন গেম খেলতে গিয়ে সে তার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৪০ হাজার রুপি খরচ করে ফেলেছে। কিশোরের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকেরা। ওই কিশোর নিজেই টাকা খরচ করতেন নাকি কেউ তাকে হুমকি দিয়ে তার থেকে টাকা নিত, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।