বগুড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বগুড়ার শহরতলীতে সম্রাট দাস (২৭) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টায় শহরতলীর সাবগ্রাম হাট দুর্গা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সম্রাট সাবগ্রাম ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। তার বাড়ি সাবগ্রাম পালপাড়ায়। বাবার নাম কালিপদ দাস। জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন সম্রাটের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, সম্রাটের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ সদর থানায় ৫টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অভ্যন্তরীণ বিরোধের জেরে সম্রাটকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপর এলাকায় তল্লাশি চালানো হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার থেকে এখনও কেউ মামলা করেনি।

স্থানীয়রা জানান, সম্রাট বালু ব্যবসা করতেন। সম্প্রতি বালু ব্যবসা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ হয়। এরপর থেকে বগুড়ার চেলোপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি।