১৫ ডিসেম্বর চালু হচ্ছে না ভারতের বিদেশি ফ্লাইট

ওমিক্রন আতঙ্কে আগামী ১৫ ডিসেম্বর থেকে ভারতের আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে না। আপাতত বিদেশি ফ্লাইট চালুর পরিকল্পনা স্থগিত করেছে দেশটি। খবর এনডিটিভির।

ওমিক্রন আতঙ্কে আগামী ১৫ ডিসেম্বর থেকে ভারতের আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে না। আপাতত বিদেশি ফ্লাইট চালুর পরিকল্পনা স্থগিত করেছে দেশটি। খবর এনডিটিভির।

কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মাত্র এক সপ্তাহ আগে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছিল দেশটির বেসামরিক বিমান পরিষেবা মন্ত্রণালয়।

বুধবার (১ ডিসেম্বর) দেশটির ডিরেক্টর জেনারেল সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) একটি নোটে জানান, ‘বিশ্বের সামগ্রিক পরিস্থিতি নজরে রেখে এবং সংশ্লিষ্ট বিভাগগুলির সঙ্গে কথা বলেই আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ওমিক্রন নিয়ে উদ্বেগের জেরে ইতোমধ্যে নানা বিধিনিষেধ চালু করছে দেশটির সরকার। ভারতে আগত যাত্রীদের বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৭ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি সম্পূর্ণ পরিস্থিতি বিবেচনা করার পর আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন। সেই বৈঠকের পরই ১৫ ডিসেম্বর থেকে ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করল ডিজিসিএ।

তবে বাংলাদেশসহ যে ৩১টি দেশের সঙ্গে ভারতের এয়ার বাবল চুক্তি রয়েছে সেসব দেশের সঙ্গে যথারীতি সীমিত সংখ্যক ফ্লাইট চলাচল চালু থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ডিজিসিএ। শর্তসাপেক্ষে এসব দেশের সঙ্গে যাত্রীবাহী ভারতীয় ফ্লাইট চালু রয়েছে।

প্রভাতনিউজ/এবিএস