খুলনায় ভ্যানচালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনার ভ্যানচালক রাশিদুল ইসলাম গাজী হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া তিনজন হলেন- রবিউল, আমিন ও শহিদুল।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৯ আগস্ট বটিয়াঘাটা উপজেলার জয়পুর গ্রামের রাশিদুল ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২১ আগস্ট নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে বটিয়াঘাটায় থানায় হত্যা মামলা করেন। 

চলতি বছরের ১৪ জানুয়ারি পুলিশ তিনজনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করেন। যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষ হওয়ায় আজ মামলার রায় দেন আদালত।