৬৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের জীবিত শিশু উদ্ধার

ধ্বংসস্তূপ থেকে ৬৫ ঘণ্টা পর তিন বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (০২ নভেম্বর) তাকে আহত অবস্থায় উদ্ধার করে তুরস্কের ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার ইজমির প্রদেশের এজিয়ান উপকূলে আঘাত হানে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ২০টি ভবন ধ্বংস হয়ে যায়। 

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২২০ জন। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পে বিধ্বস্ত ইজমির প্রদেশের পশ্চিমাঞ্চলীয় জেলা ব্যারাকলির ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনের নিচ থেকে ৬৫ ঘণ্টার পর ইলিফ পেরিনচেক নামের তিন বছর বয়সী শিশুকে উদ্ধার করা হয়।

ইলিফসহ এ পর্যন্ত ১০৬ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ইলিফকে হাসপাতালে নেয়া হয়।

ছোট্ট এ শিশুকে উদ্ধার করতে পেরে টুইটারে স্বস্তি প্রকাশ করেছেন তুর্কি দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মেহমেত গুললৌগলু।

ভূমিকম্পের ২৩ ঘণ্টা পর ইলিফের মা শেহের দেরেলি পেরিনচেক, ১০ বছর বয়সী তার জমজ ভাই ইজেল এবং ইলজেম পেরিনচেক এবং তার ৭ বছর বয়সী ভাই উমুত পেরিনচেককে উদ্ধার করা হয়। উমুত মারা গেছে। তার মা এবং আরো দুই ভাই এখন চিকিৎসাধীন।

ইলিফকে উদ্ধারের পর তুরস্কের ফায়ার সার্ভিসকর্মী মুয়াম্মার চেলিক আবেগাপ্লুত হয়ে বলেন, ইলিফ আমার আঙুল ধরল। আমি তার মুখ থেকে ধূলা সরালাম। আরেক সহকর্মীকে নিয়ে আমি তাকে ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে নিয়ে আসি। তখনো সে আমর আঙুল ধরেছিল। প্রাথমিক চিকিৎসা দেয়ার আগ পর্যন্ত সে আমার হাত ধরেছিল। 

বলেন, আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। একজন ফায়ারফাইটার হিসেবে আমরা কখনো আশাহত হই না। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাই। ইলিফের বিষয়েও আমরা হাল ছাড়িনি।

বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি তুরস্ক। বেশ কয়েকটি ফল্ট লাইন্সে দেশটি অবস্থিত। অতীতে ভয়াবহ কয়েকটি ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক।