আন্তর্জাতিক বাজারে বেশ দাপটে চলছে বাংলাদেশের বাইসাইকেল

আন্তর্জাতিক বাজারে বেশ দাপটে চলছে বাংলাদেশের বাইসাইকেল। গেল চার মাসে এখাতের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩৩.১১ শতাংশ। 

এমন চিত্র উঠে এসেছে সোমবার (২ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি’র দেয়া হাল-নাগাদ তথ্যে। 

সংস্থাটির পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাস-জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাইসাইকেল থেকে রপ্তানি আয় এসেছে ৪ কোটি ২ লাখ ডলার। গত বছর একই সময়ে উদীয়মান এই খাত থেকে আয় এসেছিল ৩ কোটি ২ লাখ ডলার। এসময়ে, বাইসাইকেল রপ্তানি থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ কোটি ১২ লাখ ডলার। সেই হিসাবে এখাতের আয় লক্ষ্যমাত্রার চেয়েও ২৮.৬৮ শতাংশ বেশি। 

চলতি অর্থবছর (২০২০-২১) বাইসাইকেল থেকে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি মার্কিন ডলার। গেল অর্থবছরে এখাতের আয় ছিল ৮ কোটি ২৮ লাখ ডলার।