সিলেটে ২৫ পেট্রোল বোমা উদ্ধার

সিলেটের তারাপুর চা বাগানের একটি টিলার ওপর থেকে ২৫টি পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

সোমবার (২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে এসব বোমা এবং সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সিলেট বিমানবন্দর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেছে র‌্যাব।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি একেএম কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার করা পেট্রোল বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।