গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ী এলাকায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অজ্ঞাত একজন নারী নিহত ও তিন জন আহত হয়েছেন। আজ শনিবার (৭ নভেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গগামী সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে টিল হাটি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোরে কালিয়াকৈর উপজেলার সোনাখালি এলাকায় আসলে এসময় রেল ক্রসিং দিয়ে একটি বাস যাওয়ায় ট্রেন ও বাসের সাথে সংঘর্ষ হয়। এসময় বাসটিকে দুমড়ে-মুচড়ে ভুঙ্গাবাড়ী এলাকায় নিয়ে গেলে ট্রেনটি বন্ধ হয়ে যায়।
এই ঘটনায় অজ্ঞাত ১ নারী নিহত এবং আরো ৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাসটি সরানোর জন্য উদ্ধার কাজ চলছে। ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাসটি সরানোর জন্য চেষ্টা চলছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলী মোল্লা জানান, রাত ৪ টার দিকে সোনাখালীর রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষের পরে ভুঙ্গাবাড়ী এলাকায় যেয়ে ট্রেনটি বন্ধ হয়ে যায়। অজ্ঞাত এক নারী নিহত ও আহত হয়েছেন আরো কয়েকজন। এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।