ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের ব্যক্তিগত নিরাপত্তা বাড়িয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তাই বাইডেনের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনের বাড়ি ও এর আশপাশের এলাকায় সাময়িকভাবে প্লেন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে ‘নো ফ্লাইং জোন’ ঘোষণা করেছে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়া সেখানে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত সিক্রেট সার্ভিস সদস্য। খবর ফক্স নিউজের।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা করা না হলেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকে গিয়ে প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটা এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আল জাজিরার পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেকটোরাল ভোট। ট্রাম্প পেয়েছেন ২১৪টি। তবে সিএনএনের পরিসংখ্যানে বাইডেন পেয়েছেন ২৫৩টি, ট্রাম্প ২১৩টি।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন সরকার গঠনের প্রস্তুতি হিসেবে ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন। সরকার পরিচালনায় দায়িত্বভার গ্রহণে ওয়াশিংটনে এ ট্রানজিশন টিমের অফিস থেকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হবে। আর এ প্রক্রিয়ার যাবতীয় আপডেট থাকবে ট্রানজিশন ওয়েবসাইটে।