নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৪৯ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ২৮৯ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ১৮ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫৪১ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৩৬ হাজার ৫৬৮ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবে ১১ হাজার ৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ২৮৪টি। এর মধ্যে আগের কিছু নমুনা ছিল।
২৪ ঘণ্টায় নতুন ১৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১১ ও নারী দুজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ৬৫৭ জন ও নারী এক হাজার ৩৯২ জন।
এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন ও ষাটোর্ধ্ব নয়জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, খুলনায় একজন, সিলেটে দুইজন ও রংপুর বিভাগে তিনজন। ১৩ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।