মধুপুর বন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মোনারবাইদ এলাকা থেকে আব্দুল বাছেদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। বাছেদ ওই উপজেলার টেলকি এলাকার বাসিন্দা।

নিহতের শ্যালক লাল মিয়া জানান, শুক্রবার সকালে নিজের মহিষ চড়াতে পার্শ্ববর্তী মোনারবাইদ এলাকায় যান বাছেদ মিয়া।বিকেলে মোবাইল ফোনে শেষ কথা তার সঙ্গে। সেখান থেকে রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়।পরে তার সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানানো হয়। শনিবার সকালে মোনারবাইদ এলাকায় বনের ভেতর থেকে বাছেদ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।এ সময় তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও গলায় রশি বাঁধা ছিল।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, বাছেদ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত রিপোর্টে হত্যার আসল কারণ জানা যাবে।যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।