অবশেষে আর্জেন্টিনা দলে ডাক পেলেন ডি মারিয়া

বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এতে সুযোগ পেয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

আগামী ১৩ নভেম্বর নিজ দেশে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ১৮ নভেম্বর আর্জেন্টিনাকে আতিথেয়তা দিবে পেরু।

গেল মাসে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম দুই ম্যাচে ডাকা হয়নি ডি মারিয়াকে। দুর্দান্ত ফর্মে থাকার পরও ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে সুযোগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন  প্যারিস সেন্ট জার্মেই-পিএসজি তারকা। 

কোচ লিওনেল স্কালোনি অবশ্য তাকে জানিয়ে দিয়েছিলেন অপেক্ষা করতে। এবার ধৈর্য্য ধরার প্রতিদান পেলেন ৩২ বছর বয়সী ডি মারিয়া।

আপাতত বিদেশে খেলা ফুটবলারদের নিয়ে ২৫ জনের দল ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা। ঘরোয়া লিগে খেলা বাকিদের পরবর্তীতে যোগ করে নিবেন কোচ।

২০২২ বিশ্বকাপের বাছাইপর্বের নিশ্চিত করতে ডি মারিয়া ছাড়াও দলে যোগ দিচ্ছেন উদিনেজের মিডফিল্ডার রবের্তো পেরেইরা।

আর্জেন্টিনা ২৫ জনের স্কোয়াড

গোলরক্ষক

এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), আগুস্তিন মার্চেসিন (পোর্তো)।

রক্ষণভাগ 

নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নেহুয়েন পেরেস (গ্রানাদা), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), ফাকুন্দো মেদিনা (লেস), লুকাস মার্টিনেজ (ফিওরেন্তিনা)।

মধ্যমাঠ

লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেজে), এসেকিয়েল পালাসিও (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), মার্কোস আকুনা (সেভিয়া), আলেহান্দ্রো গেমেস (আতালান্তা), অ্যাঙ্গেল ডি মারিয়া (পিএসজি), লুকাস ওকামপোস (সেভিয়া), রবের্তো পেরেইরা (উদিনেজ)।

আক্রমণভাগ 

লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (জুভেন্টাস), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), হোয়াকিন কোররেয়া (লাজ্জিও), লুকাস আলারিও (বায়ার লেভারকুজেন), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।