নোবেল পুরুস্কারের জন্য মননীত হলেন বাংলাশি চিকিৎসক

০২ অক্টোবর ২০২২(প্রভাত নিউজ) নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী ডা. রায়ান সাদী। ঢাকা মেডিকেলের কে-৪০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি।

শনিবার (১ অক্টোবর) বিকেলে ফেসবুক ভেরিফাইড পেজে এ তথ্য নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ, চেয়ারম্যান ও সিইও, টেভোগেন বায়ো, এ বছরের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমরা গর্বিত। সাদীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাদী ও তার পরিবারের প্রতি নিরন্তর শুভকামনা।’

ডা. রায়ান সাদী বর্তমানে টেভোজেন বায়ো নামে একটি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত রয়েছেন।

ড. রায়ান হোসেন সাদী ১৯৬৪ সালে ৬ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলায় সাহাপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা তৈয়ব হোসেন ও মা আসমা বেগম। এক ভাই ও এক বোনের মধ্যে তিনিই বড়। তার সহধর্মিনী নাম ডা. জুডি আক্তার। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই বাংলাদেশি চিকিৎসক।