অক্টোবরের চেয়ে নভেম্বরে রাজধানীতে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় আড়াই গুণ। অক্টোবরে যেখানে রোগীর সংখ্যা ১৬৩ সেখানে নভেম্বরে প্রথম আট দিনেই ১১৫ জন। তবে কীটত্বত্তবিদেরা বলছেন, বৃষ্টি না হলে ডেঙ্গু রোগীর সংখ্যা আর বাড়বে না। এদিকে মশার উপদ্রব কমাতে সাড়াশি কর্মসূচি শুরু করেছে দুই সিটি করপোরেশন।
করোনা মহামারির মধ্যে অনেক রোগের তথ্য এবার ততটা পাওয়া যায়নি। ডেঙ্গুর ক্ষেত্রেও তেমনই হয়েছে।
এবার অক্টোবরের শেষে বৃষ্টি হওয়ায় বেড়ছে মশার উপদ্রব। হঠাৎ করেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী।
মশা বাড়ার সাথেসাথেই চিরুনি অভিযান চালাচ্ছে দুই সিটি করপোরেশন। কাউন্সিলরদের আশ্বাস, দু-তিন দিনের মধ্যে কমবে মশার প্রকোপ।
দুই সিটি করপোরেশন বলছে, মশার ওষুধের সংকট নেই। তাই কিউলেক্স ও এডিস মশার উপদ্রব আর বাড়বে না।
আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী ১৫ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই ডেঙ্গুর রোগীর সংখ্যা কমে আসবে, বলছেন কীটত্বত্তবিদেরা।
এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৪২ জন। হাসপাতালে ভর্তি রয়েছে ৬২ জন, মারা গেছে ৫ জন।