রাজধানীর মগবাজার এলাকার একটি বাসা থেকে ‘মানসিক প্রতিবন্ধী’ বাবা-ছেলের লাশ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
রাতে এ তথ্য জানিয়েছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) স্টালিন। তিনি বলেন, ‘মগবাজারের নয়াটোলার ১৮১/৩ নম্বর বাসায় ঘটনাটি ঘটে। আমরা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি।’
নিহত দুজন হলো খায়রুল ইসলাম (৫৫) ও তাঁর ছেলে সারাত ইসলাম ওরফে অরিন (১৪)।
এসআই স্টালিন বলেন, ‘বিকেলে আমি ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের লাশ উদ্ধার করি। ঘরের ফ্যানের সঙ্গে তারা ঝুলে ছিল। এটা আত্মহত্যা নাকি তাদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তা এখনো জানতে পারিনি। তবে আত্মহত্যার ঘটনা হতে পারে।’
এসআই আরো বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি বাবা-ছেলে দুজনই মানসিক প্রতিবন্ধী ছিল। এসব নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। আমরা বিষয়টি নিয়ে আরো জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য লাশ দুটিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।