গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমতলী এলাকায় আজ সকালে সিএনজি ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরও চারজন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বহেড়াতলী এলাকা থেকে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দপ্তরি রুহুল আমিনসহ পাঁচজন বিভিন্ন কর্মস্থলে যাওয়ার পথে উপজেলার আমতলী এলাকায় আসলে সিএনজির সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই কলেজের দপ্তরি রুহুল আমিন নিহত হয়। শিশুসহ আরও চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ (এসআই ) জামাল উদ্দিন জানান, ফুলবাড়ীয়া-কালিয়াকৈর সড়কে আমতলী এলাকায় সিএনজি ট্রাকের সঙ্গে সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।