২৪ নভেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ

পাঁচ দলের অংশগ্রহণে ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ। 

টুর্নামেন্ট চলাকালে প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে খেলা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের অন্য ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং জেমকন খুলনা। 

এদিকে, টুর্নামেন্ট শুরুর আগে সব দলের কোচিং স্টাফরা যোগ দিবেন। 

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।