হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। একই সম্মেলনে মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী। আজ রোববার চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আয়োজিত প্রতিনিধি সম্মেলেনে তাঁরা উভয়ে নির্বাচিত হন।
হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফী পরবর্তী নেতা নির্বাচনে শুরা কমিটির সদস্যরা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় বসেন। আজ হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের সম্মেলনে ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
এর আগে চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় শুরু হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ সম্মেলন শুরু হয়।
জানা গেছে, আল্লামা শফীর ছেলে সংগঠনের প্রচার সম্পাদক আনাস মাদানীসহ শফীপন্থি অন্য নেতৃবৃন্দকে ছাড়াই এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রয়াত আমির আল্লামা আহমদ শফী পরবর্তী নেতা নির্বাচনে শুরা কমিটির সদস্যরা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় বসেন। ওই সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে নেতারা উপস্থিত হন। শীর্ষ নেতারা আলোচনার মাধ্যমে হেফাজতে ইসলামের আমির ও নতুন কমিটি নির্ধারণ করেন।
২০১০ সালে প্রতিষ্ঠা হওয়ার সময় থেকেই আল্লামা শাহ আহমদ শফী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ছিলেন। গত সেপ্টেম্বরে তাঁর মৃত্যুর পর সংগঠনের নেতা নির্বাচনে এই সম্মেলনের প্রয়োজনীয়তা দেখা দেয়।