করোনা মহামারিতে একাধিক আসর স্থগিত হলেও ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে আবারও ব্যস্ত সূচি রয়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার। যুব বিশ্বকাপের প্রস্তুতির জন্য এ ম্যাচগুলোকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন যুবাদের ব্যাটিং কোচ মেহরাব হোসেন অপি। যতটুকু সুযোগই পাওয়া যায়, তাতে বাড়তি উদ্যমে প্রস্তুতি নিতে প্রত্যয়ী ক্রিকেটাররাও।
করোনার থাবায় স্থগিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের ক্যাম্প। থেমে আছে ২০২২ বিশ্বকাপের প্রস্তুতিও। হয়নি এশিয়া কাপ ও পাকিস্তান সফর। এ বছর নেই আর কোনো খেলা। তবে, নতুন বছরের শুরুর দিকেই আবারও মাঠে নামবে ইয়াং টাইগাররা।
ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু। স্থগিত পাকিস্তান সফরের সূচি নতুন করে ঠিক করা না হলেও, এপ্রিলে হোমে তাদের বিপক্ষে খেলা রয়েছে বাংলাদেশ দলের। এ ছাড়া আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে দুটি ত্রিদেশীয় সিরিজও খেলার কথা রয়েছে নাভিদ নাওয়া শিষদের।
মহামারির কারণে যেহেতু এ বছর অনুশীলনও হয়নি প্রত্যাশানুযায়ী, তাই ২০২১ সালের প্রতিটি ম্যাচকেই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন নীতিনির্ধারকরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ব্যাটিং কোচ মেহরাব হোসেন অপি বলেন, জানুয়ারি থেকে এখন নভেম্বর মাস। এই দশটি মাস কোনো কিছুই করা হয়নি। এমনকি দলটাও গঠন করা যায়নি। ম্যাচগুলো দেখলে হয়তো প্লেয়ারদের ভালোভাবে বাছাই করতে পারব।
ক্যাম্প আপাতত বন্ধ থাকায় ভিডিও কনফারেন্সে কোচিং স্টাফদের কাছ থেকে পরামর্শ নিতে হচ্ছে ক্রিকেটারদের। স্কিল বা ফিটনেস ট্রেনিং হচ্ছে না মনমতো।
ম্যাচ না খেললেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলে ছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। আকবর-রাকিবুলরা এখন এইচপি ইউনিটের সদস্য। কিন্তু বয়সে কিছুটা ছোটো প্রান্তিক এবারও আছেন যুবাদের স্কোয়াডে। দুটি ভিন্ন দলের সঙ্গে তার অনুশীলনের অভিজ্ঞতাও হয়েছে ভিন্নরকম।
অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিল জানান, ওয়ার্ল্ড কাপ টিমটা দুই বছর একসঙ্গে ছিলো। তারপর ও রকম টিম হয়েছিল। অনেক ম্যাচ খেলার পর। এই টিমটাও অনেক ভালো। কিন্তু এই টিম ম্যাচ খেলেনি। ইন্টারন্যাশনালের টেস্ট পায়নি। যতটুকু সুযোগ পাওয়া যায়, সেটাকে কাজে লাগিয়ে ভালো খেলতে হবে। এখন যদি ভাবি, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, সেটা অজুহাত দেয়া হবে। এসব নিয়ে ভাবলে আমাদের পারফরম্যান্সই খারাপ হবে। টুর্নামেন্টের ৫ দিন আগেও যদি আমাদের ডাকে, তাহলেও ওই মানসিকতা রাখতে হবে যে ৫ দিন অনুশীলন করেই ভালো খেলতে পারব।
চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা থেকে যে বিশ্বকাপ ট্রফি নিয়ে এসেছে যুবারা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জেও পরবর্তী বিশ্বকাপে সেটা নিজেদের শোকেসে রাখতে বাকি সময়টায় বিচক্ষণতার পরিচয় দিতে হবে বোর্ডকেও।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ২০২১ সালের সূচি:
মাস প্রতিপক্ষ ভেন্যু
ফেব্রুয়ারি আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত
এপ্রিল পাকিস্তান বাংলাদেশ
আগস্ট ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ইংল্যান্ড
নভেম্বর-ডিসেম্বর ভারত ও আফগানিস্তান বাংলাদেশ