ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা


ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার এই হামলা চালানো হয়। তবে হামলায় এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরাক থেকে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই এই হামলা চালানো হয়। খবর এএফপির।

ইরাকের সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, সাতটি রকেটই ছোড়া হয়েছে বাগদাদের পূর্বাঞ্চলের একই এলাকা থেকে। বাগদাদের সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে চারটি রকেট পড়েছে।

তবে দূতাবাসে রকেট প্রতিরক্ষাব্যবস্থার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটিতে অবস্থানরত মার্কিন কর্মকর্তারা। ২০১৯ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাকে বিদেশি দূতাবাস, সেনা ও অন্যান্য লক্ষ্যবস্তুতে মোট ৯০টি রকেট ও বোমা হামলা হয়েছে। আর এসব হামলার পেছনে ইরাকের ইরান-সমর্থিত কট্টর গোষ্ঠীদের দায়ী করছে মার্কিন যুক্তরাষ্ট্র।