সাকিবের নিরাপত্তায় বিসিবির গানম্যান

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কিমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সাকিবের জন্য আলাদা গানম্যান নিয়োগ দেওয়া হয়। এ ব্যাপার জালাল ইউনুস বলেন, ‘বিসিবির একজন গানম্যান সার্বক্ষণিক সাকিবের সঙ্গে থাকবেন। এটা বাড়তি নিরাপত্তার জন্য। যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাই একজন গানম্যান থাকবেন তার সঙ্গে।’

আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে একজন গানম্যান সাকিবকে নিরাপত্তা দিতে দেখা যায়। মাঠে আসার সময়, মূল মাঠ থেকে ইনডোরে যাওয়ার সময় তাঁকে দেখা গেছে সাকিবের পাশে।

এর আগে হলি আর্টিজানের ঘটনার পর জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বিদেশি কোচদের নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগ দিয়েছিল বিসিবি। 

কদিন আগে সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন সিলেটের এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে দা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার। ভারতের কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন, এমন দাবি করে হুমকি দেওয়া হয় সাকিবকে। কিন্তু, সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি পূজা উদ্বোধন করতে যাননি কিংবা করেননি। এ ছাড়া পুরো ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন সাকিব।