সাভারে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাভারে অজ্ঞাতনামা গাড়ির চাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সোহেল রানা নামের (৩৮) এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে ঢাকা-আরিচা-মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, সকালে সাভার থেকে মোটরসাইকেলে করে রাজধানীর মোহাম্মদপুর এলাকার ইউনিমেট ওষুধ  কোম্পানির বিক্রয় প্রতিনিধি সোহেল রানা কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌঁছলে একটি অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

নিহত সোহেল রানা গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।