লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৩ নভেম্বর) এই ঘটনায় রাতে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পাটারিরহাট এলাকার সামছুল হকের ছেলে ঘটক পরিচয় দেওয়া মো: ছগির ও একই এলাকার ছায়েদল হকের ছেলে মো সুমন।
পুলিশ জানান, গত শনিবার রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটক পরিচয় দিয়ে ছগির ওই নারীকে বাড়ি থেকে কৌশলে পাটারিরহাট এলাকায় নিয়ে ভুয়া পাত্র সুমনসহ রাতভর ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।