সাবেক স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় সংগীত পরিচালক শওকত আলী ইমনের দুই হাজার টাকা মুচলেখায় জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার জামিনে তার মুক্তির আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর ইমনের আইনজীবী ঢাকা মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ২০ সেপ্টেম্বর ইমনের সাবেক স্ত্রী রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় শওকত আলী ইমনের নামে একটি মামলা করেন। এরপর ২৫ সেপ্টেম্বর শওকত আলী ইমনকে গ্রেফতার করে পুলিশ।