রাজধানীর উত্তরায় ১২ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- এবি সিদ্দিক (৫৩), মোঃ আলমগীর হোসেন (৩২) ও লিটন বিশ্বাস (৪০)। তাদের কাছ থেকে চার হাজার ৩৫৭ পিস ইয়াবা ও মাদকের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, উত্তরার ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে একটি বাসার সামনে তিনজনকে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদসহ তল্লাশি করে পুলিশ। তল্লাশিকালে তাদের কাছ থেকে চার হাজার ৩৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, রাজধানী ও দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহর ও উত্তরার বিভিন্ন এলাকায় তারা বিক্রয় করে থাকে।
এ সংক্রান্তে উত্তরা পশ্চিম থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।