ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

সিডনিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেতে কোহলিদের ৬৬ রানে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অ্যারন ফিঞ্চের দল। তাই দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে অজিদের। 

ওয়ানডে সিরিজের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ৪ ম্যাচের টেস্ট সিরিজও খেলবে ভারত।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, ময়সেস হেনরিকেস, মার্নাস লাবুসানে, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজেলউড।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), লুকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, নভদিপ সাইনি, জাসপ্রিত বুমরাহ।