গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি ফরচুন বরিশাল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সপ্তম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বসতে চলেছে মোট দুটি ম্যাচ।
চলতি আসরে দুটি ম্যাচ খেলেছে মোহাম্মদ মিঠুনের চট্টগ্রাম। বেক্সিমকো ঢাকা ও জেমকন খুলনাকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে বন্দর নগরীর দলটি।
এ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তারা। প্রতিপক্ষ তামিম ইকবালের বরিশাল প্রথম ম্যাচে খুলনার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে জয় পেয়েছে। নিজেদের তৃতীয় ম্যাচে জয় তুলে নিতে চায় তামিম বাহিনী।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে খুলনা।
গাজী গ্রুপ চট্টগ্রাম
সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামসুর রহমান, সৈকত আলী, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সঞ্জিত সাহা।
ফরচুন বরিশাল
তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, কামরুল ইসলাম রাব্বি ও সুমন খান।