বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কিশোরীকে ধর্ষণ মামলায় ধর্ষক মাসুদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার এস আই মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত মুসা মোল্লার ছেলে মাসুদ মোল্লা বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষল করেন।
এ ঘটনায় ধর্ষিতার মা গতকাল রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করলে ওই রাতেই অভিযুক্ত মাসুদ মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ মোল্লাকে আজ সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।